Britannia University attended at National Hackathon 2018
August 3, 2019, 12:48 pm
গত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮ এ ব্রিটানিয়া ইউনিভার্সিটি থেকে সিএসই বিভাগের টীম Metacoders কুমিল্লা রিজিওনে রানার্সআপ হয়। গত সপ্তাহে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ তাদের গ্লোবাল নমিনীদের তালিকা প্রকাশ করে। সেই অনুযায়ী Team Metacoders, বাংলাদেশ থেকে নির্বাচিত সেরা আট এ তাদের স্থান দখল করে নেয়। তারা আগামী বছর এর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফাইনাল এ বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশের হয়ে লড়বে ।
এটা আমাদের জন্য একটা গৌরবের অর্জন। আমরা সব ভালো অর্জনের অংশীদার হয়ে গেছি এবং আশা রাখি এই অংশীদার অব্যাহত থাকবে।
টীম মেটাকোডার্স কে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় ও সিএসই বিভাগের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভ কামনা রইল আগামী বছরের বিশ্ব প্লাটফর্ম এর জন্য।
সেলেক্টেড টীম-তালিকার লিংকঃ
https://2018.spaceappschallenge.org/awards/গ্লবাল-নমিনেএস