ROBO-FEST 2019
August 2, 2019, 3:55 pm
Congratulations!
#প্রথম_রোবোটিক্স_কম্পিটিশন_প্রথম_বাজিমাত
Bangladesh Army International University of Science and Technology (BAIUST), Comilla এ ২১/০১/২০১৯ তারিখে আয়োজিত " ROBO-FEST" এ ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ৩ টা টীম অংশগ্রহণ করে। সেখান থেকে Project Showcasing সেগমেন্টে আমাদের Team "SAW" চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। (টীম 'স' এর গ্রুপ মেম্বারঃ ১) আশরাফ মিনহাজ, স্প্রিং-২০১৮ ব্যাচ ২) শাহাদাত খন্দকার, স্প্রিং-২০১৭ ব্যাচ ৩) সায়েদ হাসান, স্প্রিং-২০১৭ ব্যাচ) উক্ত কম্পিটিশনে দেশের বিভিন্ন ভার্সিটি যেমন MIST, Prime Asia University, Comilla University, CCN University etc. অংশগ্রহণ করে। বাকি ২ টা টীমও সফলতার সহিত প্রজেক্ট শো করছে। সবাই কে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় পরিবার এবং সিএসই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং আসন্ন রোবোটিক্স কম্পিটিশনগুলার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।
অনেক অনেক ধন্যবাদ ৩ টা টীমের মেন্টর Masum Bakaul স্যারকে এবং বিভাগের অন্যান্য সকল ফ্যাকাল্টিদেরকে।
বিশেষকরে সিএসই বিভাগের পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয়, ডীন মহোদয়-স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সহ সকল ব্রিটানিয়ান সদস্যকে যারা আন্তরিকভাবে সাহায্য করেছেন।