অরিয়েন্টেশন প্রোগ্রাম ও নিউ ইয়ার সেলিব্রেশন ২০২৪
অরিয়েন্টেশন প্রোগ্রাম ও নিউ ইয়ার সেলিব্রেশন ২০২৪
নতুন বছরের প্রারম্ভে গত ৩রা জানুয়ারী ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটরিয়ামে উদযাপিত হয়েছে “অরিয়েন্টেশন প্রোগ্রাম ও নিউ ইয়ার সেলিব্রেশন ২০২৪”। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সুরজিৎ সর্ববিদ্যার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক।
দুই পর্বে সাজানো এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল অতিথিবৃন্দের স্বাগত বক্তব্য ও নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া। অনুষ্ঠানের শুরুতে বর্তমান শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
এর সাথে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল নতুন শিক্ষার্থীদের জন্য উপহার দেয়া হয় প্রথম সেমিষ্টারের বইসম্বলিত একটি ষ্টুডেন্ট-ব্যাগ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের কনভেনর কিশোয়ার জেরিন, প্রভাষক, ইংরেজি বিভাগ। এরপর পর্যায়ক্রমে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন জনাব আসমা আক্তার, চেয়ারম্যান (ইনচার্জ), আইন বিভাগ, জনাব মো:তারিকুল আলম, চেয়ারম্যান, ইংরেজি বিভাগ, জনাব মোঃ শিহাব উদ্দিন, সহকারী রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), জনাব মো:মোজাম্মল হক, চেয়ারম্যান, সিএসই বিভাগ এবং ডেপুটি রেজিস্ট্রার (ইনচার্জ) এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল হক, ডিরেক্টর এডমিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়্যারম্যান সৈয়দ এহসানুল হক উনার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য মহোদয় তার প্রাণবন্ত বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করেন, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সাফল্য তুলে ধরেন এবং কিছু সময়োপোযোগী পরিকল্পনা শেয়ার করেন, যেগুলোর মাধ্যমে বিশ্ববিদ্যাল আরো অনেক দূর এগিয়ে যাবে।
নিউ ইয়ার সেলিব্রেশন এর অংশ হিসেবে, অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাজানো হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে। এতে নৃত্য, গান, নাটক, কবিতা আবৃত্তি সহ আরো অনেক মনোমুগ্ধকর পরিবেশনা অন্তর্ভুক্ত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে ব্যবসায় শিক্ষা বিভাগের প্রভাষক খালেদা আক্তার 'ভোট অব থ্যাংকস' প্রদান করেন। পরিশেষে বিকাল ৫ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ডক্টর সুরজিৎ সর্ববিদ্যা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা সবার সক্রিয় অংশগ্রহণে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানের আয়োজনে কার্যনির্বাহী পরিষদে ছিলেন প্রভাষক কিশোয়ার জেরিন, আসমা আক্তার, খালেদা আক্তার এবং মোঃ জাহিদুর রহমান।
Leave a comments