জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় এর আইকিউএসি বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ ।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ই আগস্ট সকাল ১১:০০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । অতিমারীর কারণে সভাটি ভার্চুয়ালি জুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ডঃ এ কে আজাদ চৌধুরী, এমিরেটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। উক্ত সভায় সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সম্মানিত পরিচালকবৃন্দও উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্মানিত পরিচালক, আইকিউএসি, ডঃ মোঃ মিলন হোসেন ও সহকারি পরিচালক, আইকিউএসি, তানজিলা তামান্না। উক্ত সভায় ১৯৭৫ সালের ১৫ আগষ্টের শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় ও সেই সাথে বঙ্গবন্ধুর বর্ণিল কর্মময় জীবনের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় মূখ্য আলোচক ডঃ এ কে আজাদ চৌধুরী তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ ও জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশ উন্নয়নে ভুমিকা রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে গভীর শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মরণ করেন এবং সভার সমাপ্তি ঘোষনা করেন।
Leave a comments