Inauguration ceremony of ‘MIA-1 HUMANOID ROBOT’
গত ১৭ই সেপ্টেম্বর ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে দেশের ৫ম হিউম্যানেড রোবট MIA-1 (মিয়া-১) উন্মোচন করা হয়। এটি বাংলাদেশের প্রথম ওপেনসোর্স হিউম্যানয়েড রোবট। রোবটটি তৈরিতে ব্যয় হয়েছে মাত্র ৪০ হাজার টাকা এবং সময় লেগেছে আড়াই মাস। এটি ব্যবহারকারীর কথা শুনতে এবং প্রতিউত্তর করতে পারবে।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আশরাফুর রহমান মিনহাজ এবং তৃতীয় বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী মাহমুদা আফরীন রোবটটি তৈরি করেছেন। মিনহাজ ও আফরীনের নামের আদ্যাক্ষর নিয়ে এই নাম দেয়া হয়। তাদের দুজনের মধ্যে টিম লিডার ছিলেন মিনহাজ। তাদের মেন্টর ছিলেন ওই বিভাগের প্রভাষক মাসুম বকাউল।
রোবটটি ব্যবহারকারীর কথা শুনতে পারে এবং প্রতিউত্তর করতে পারে। রোবটের বুকে ৭ ইঞ্চি টাচ্ স্ক্রীন এলসিডি মনিটর রয়েছে যার মাধ্যমে একজন ইউজার সহজের রোবটটিকে কমান্ড করে তার কাছ থেকে তথ্য জেনে নিতে পারবে। রোবট মিয়া-১ মুখে কথা বলার পাশাপাশি তার এলসিডিতে সংশ্লিষ্ট ছবিও প্রদর্শন করবে। রোবটটির চোখে অত্যাধুনিক ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। যার মাধ্যমে এটি দেখতে পারবে। পাশাপাশি কম্পিউটার ভিশন টেকনোলজি ব্যবহার করে অবজেক্ট ডিটেকশন এন্ড রিকগনিশন ও মোশন সেন্স করতে পারে। রোবটের বুকে লাগানো এলসিডিতে আছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI)। তাছাড়া, রোবটটি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে ইউজারকে সরবরাহ করতে পারবে।
রোবট নির্মাতা ও টিম লিডার মিনহাজ বলেন, তারা ১২ জুলাই রোবট তৈরির কাজ শুরু করেন। ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মাসুম বকাউলের অনুপ্রেরণায়, চেয়ারম্যান মোজাম্মেল হক এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. তোফায়েল আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় তারা রোবটটি বানাতে পেরেছেন। ভবিষ্যতে আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিয়া-২ রোবট তৈরি করার কথা জানিয়ে মিনহাজ বলেন, "বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তৈরি করা রোবট মিয়া-১ কে ওপেন সোর্স করে দেয়া হয়েছে। অর্থাৎ রোবটটির প্রোগ্রাম, ডিজাইন, পার্টস লিস্ট ওয়েব সাইটে দেয়া আছে। সবাই নিজের আবিষ্কারকে লুকিয়ে রাখলেও আমরা ওপেন করে দিয়েছি। আমাদের দেখে যেন অন্যরা আরও ভালো কিছু করে।"
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। তিনি বলেন, "তরুণ প্রজন্ম ইন্টারনেট ব্যবহার করে নানা জিনিস উদ্ভাবন করছে। এটি ডিজিটাল বাংলাদেশেরই একটি অংশ।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার নারীনেত্রী দিলনাশি মোহসেন ও বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের কমান্ডার সালাহউদ্দিন। উপাচার্য তোফায়েল আহমেদ বলেন, "আমি এখানে যোগদানের পর চেষ্টা করছি ভিন্ন কিছু করতে। শিক্ষার্থীরা নতুন নতুন ধারণা নিয়ে আসেন। আমরা তাঁদের পৃষ্ঠপোষকতা করার মাধ্যমে এগিয়ে নিতে চাই। প্রযুক্তিজ্ঞান থাকলে যে কেউ উন্নতি করতে পারবেন। ছেলেমেয়েরা রোবট তৈরি করে নিজেদের মেধা ও প্রজ্ঞাকে জানান দিয়েছেন।"
Leave a comments