ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৩ উদযাপন
ব্রিটানিয়া বিস্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেসশে গত ৯ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত “বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৩” উদযাপিত হয়। ৯ জানুয়ারি ২০২৩ রোজ সোমবার দুপুর ২ ঘটিকায় হাজী আক্রাম উদ্দিন স্কুল ও কলেজ মাঠে আন্তঃবিভাগীয় ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাদের মধ্যকার ব্যাডমিন্টন প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৩ এর আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম দিন (০৯ জানুয়ারি) বাছাই পর্বের ও দ্বিতীয় দিন (১০ জানুয়ারি) চূড়ান্ত পর্বের খেলা গুলো অনুষ্ঠিত হয়।উভয় দিনই শিক্ষার্থী, শিক্ষকমন্ডলীসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলে। চূড়ান্ত পর্যায়ে ছেলেদের খেলায় বিজয়ী হয় আইন বিভাগের শিক্ষার্থী ইয়াসির আরমান সাহিল ও আতিকুল ইসলাম শান্ত এবং রানার-আপ হয় ব্যবসায় প্রশাসন বিভাগের পার্থ ও মুজাহিদ। মেয়েদের খেলায় বিজয়ী হয় ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী কাজী প্রিয়া ও ফারাহ এবং রানার -আপ হয় একই বিভাগের রমা সূত্রধর ও সৃষ্টি দেবনাথ।
শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাদের মধ্যকার খেলায় বিজয়ী হন জনাব মোঃ তারিকুল আলম (সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ) ও প্রদীপ চন্দ্র কর্মকার (ল্যাব ইন্সট্রাকটর, সি.এস.ই বিভাগ)। রানার-আপ হন জনাব মোঃ জাহিদুর রহমান (প্রভাষক, সি.এস.ই বিভাগ) ও মোঃ আরিফুর রহমান (প্রোগ্রাম অফিসার)। পুরো টুর্নামেন্টের কার্যনির্বাহী পরিষদে ছিলেন জনাব আব্দুল্লাহ আল মারুফ (প্রভাষক, ইংরেজি বিভাগ), মোহতাসিম বিল্লাহ (প্রভাষক, আইন বিভাগ) মোঃ জাহিদুর রহমান (প্রভাষক সি.এস.ই বিভাগ) ও তানিয়া আক্তার (প্রভাষক, ব্যবসায় প্রশাসন বিভাগ)। চূড়ান্ত পর্বের খেলার দিন টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে হাজী আক্রাম উদ্দিন স্কুল ও কলেজের সম্মানিত সভাপতি জনাব আবদুল ওহাব মোল্লাকে একটি সম্মাননা উপহার প্রদান করা হয়।
অপরদিকে গত ১৬ এবং ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা। ১৬ জানুয়ারি বাছাই পর্ব ও ১৭ জানুয়ারি চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রাথমিক পর্বে আইন বিভাগ এবং সি.এস.ই বিভাগের মধ্যকার প্রথম বিতর্কের বিষয়বস্তু ছিল “Smart Bangladesh বিনির্মাণে তথ্যপ্রযুক্তির অবদান অনস্বীকার্য” এবং ইংরেজী বিভাগ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের মধ্যকার দ্বিতীয় বিতর্কের বিষয়বস্তু ছিল “সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতিই আমাদের উন্নয়নের পথে প্রধান অন্তরায়”। ১৭ জানুয়ারি দুপুর ২:৩০ ঘটিকায় বিতর্কের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়, যার বিষয়বস্তু ছিল “অর্থ নয়, নীতির ঘাটতিই জাতীয় অর্থনীতিতে বাজেটের কার্যকর প্রতিফলনের পথে প্রধান অন্তরায়”। প্রস্তাবনার পক্ষে সি.এস.ই বিভাগ ও বিপক্ষে ইংরেজি বিভাগ অবস্থান নেয়। চূড়ান্ত পর্বে বিজয়ী হয় ইংরেজি বিভাগ এবং রানার আপ হয় সি.এস.ই বিভাগ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় মোঃ নাজমুল ইসলাম (শিক্ষার্থী,ইংরেজি বিভাগ)। চূড়ান্ত পর্বের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সুরজিৎ সর্ববিদ্যা। মডারেটর ছিলেন উম্মে রাবেয়া মিলি (প্রভাষক, ইংরেজি বিভাগ)। বিচারক হিসেবে ছিলেন জনাব তারিকুল আলম (সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ), আসমা আক্তার (প্রভাষক ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান, আইন বিভাগ) এবং মোজাম্মেল হক (সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সি.এস. ই বিভাগ)। প্রতিযোগিতায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন খালেদা আক্তার (প্রভাষক, ব্যবসায় প্রশাসন)। সকল বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা তাদের প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন।
বিতর্ক প্রতিযোগিতার কার্যনির্বাহী পরিষদের ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক উম্মে রাবেয়া মিলি ,ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক খালেদা আক্তার, সি.এস.ই বিভাগের প্রভাষক মোঃ জাহিদুর রহমান এবং আইন বিভাগের কনিষ্ঠ প্রভাষক কাজী মোঃ শাহ পরান।
Leave a comments